রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রেন্স-বাংলা স্কুলের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার বাংলায় স্কুলে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের সবাইকে বই বিতরণ করে দেয়া হয় এবং মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য স্কুল এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। নতুন বই পেয়ে আনন্দিত প্রকাশ করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল মিয়া, আশরাফ উদ্দিন, আমিন খান হাজারী, ফাতেমা খাতুন, সুমা দাস, বলরাম রাজ সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

ফ্রান্সে দিনদিন করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে। যার ফলে সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে সরকারের দেওয়ার নিয়ম নীতি মেনে সরকারের অনুমতি ক্রমে নতুন বছরের ক্লাস শুরু হবে বলে জানান স্কুলের কর্তৃপক্ষ। পরে এক নৈশভোজনের আয়োজন করা হয়।