রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্স বাংলা স্কুলের (ASCIBF ) 2020 শিক্ষাবর্ষ সমাপনী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরকে বাংলা শিক্ষার পাশাপাশি বাংলার কৃষ্টি-কালচার সম্পর্কে অবগত করার জন্য বাংলায় স্কুলের মূল উদ্দেশ্য। প্রতিবাদের নেয় সমাপনী পরীক্ষায় এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পিছিয়ে তা আগস্ট মাসে নেয়া হয়।
পরীক্ষার সময় সীমা ছিল দুই ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্রে ছিল বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, শিক্ষক-শিক্ষিকারা বলেন এই ধরনের প্রশ্ন পত্র করার কারণ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে বাংলার কৃষ্টি-কালচার বাংলার ইতিহাস সম্পর্কে অবগত করতে সম্ভব হবে।
পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে কিশোর কিশোরীরা অনেক আনন্দ প্রকাশ করেন এবং ছাত্র-ছাত্রীরা বলেন আমরা খুব আনন্দের সাথে পরীক্ষা দিতে পেরেছি। পরীক্ষার পরে নৈশভোজের আয়োজন করা হয়েছে।