বিশ্বনাথ, সিলেট: ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম।
ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি সিলেট লেখক ফোরামের সাবেক শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এসএ টিভির ফ্রান্স প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমু, সদস্য ফয়সাল আহমেদ দ্বীপসহ সকল নেতৃবৃন্দকে এক বার্তায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক কবি মোঃ ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদ হক, প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।
তারা ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলকেও অভিনন্দন জানান এবং সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। পাশাপাশি ফ্রান্স-বাংলাদেশের সাংবাদিক সমাজ এবং সাহিত্য ও সংস্কৃতি জগতের পারস্পরিক সেতুবন্ধন হিসেবে সকলে সম্মিলিতভাবে আরও বেশি করে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।