রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬৫তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷ প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্ট এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন কয়েছের পরিচালনায় আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহেদ আলী, শাহাজাহান রহমান, জাকির হোসেন ভূঁইয়া, শাহাজাহান সারু, আবু মুরশেদ পাটওয়ারী, সুভ্রত ভট্রাচার্য্য, অবনী চন্দ্র দাশ গোপাল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সহ সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন। আলোচনা সভায় সকলেই বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশে থেকে তার ছোট বোন শেখ রেহানা যেভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তার প্রশংসা করেন। পরে শেখ রেহানার শুভ জন্ম দিনের কেক কেটে মিষ্টি মুখ করা হয় ৷ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানাদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।