রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেন গজল ফ্রান্স আওয়ামী লীগ। রাজধানী প্যারিসের মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ এর সঞ্চালনায় প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূইয়া, মঞ্জুরুল হাসান সেলিম চৌধুরী, শাহজাহান রহমান, মোতালেব খান, উদয়ন বড়ুয়া, নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান, চৌধুরী সহ ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। পরে দ্বিতীয় পর্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয় লাভ করায় সবাইকে মিষ্টিমুখ করানো হয়। নতুন মন্ত্রী পরিষদ ও সকল সংসদ সদস্যদের অভিনন্দন জানান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।