রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ আগস্ট ২০২০, রবিবার বিপুলসংখ্যক মুন্সিগঞ্জ-বিক্রমপুর ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে সংগঠনের প্রধান উপদেষ্টা আপেল শিকদারের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সানাউল্লাহ সালমানকে সভাপতি, বিএম আরিফকে সাধারণ সম্পাদক ও হিমন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
করোনাভাইরাস এর পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানায়। এসময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান, জসিম উদ্দিন, প্রিন্স, দিপু, সেন্টু, আওলাদ হোসেন ইলিয়াস, সাবেক সভাপতি আসাদ আলম বেপারী, সাবেক কোষাধ্যক্ষ খোরশেদ মাদবর, রোমান, মো: মনির হোসেন মোল্লা, কামাল খোকন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বলেন আমরা সংগঠনকে আরো শক্তিশালী করতে সব ধরণের কার্যক্রম চালিয়ে যাবো। তাছাড়া মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রবাসীদের যেকোনো সমস্যায় আমরা এগিয়ে আসবো। যারা নতুন আসে তাদের যেকোনো ধরণের সাহায্য আমরা করব। পরে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়।