রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী ও কমিউনিটির সেবার প্রত্যয় জানিয়ে সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ জুলাই সোমবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্ট এর হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতা সুনাম উদ্দিন খালেক, সালেহ আহমেদ চৌধুরী, উপদেষ্টা হারুন আল রশিদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা কল্যাণ সমিতি- ফ্রান্স (২০১৯) সম্মেলনের প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্যগণ, ব্রাহ্মণবাড়ীয়ার সকল উপজেলার প্রতিনিধিদের সর্ব-সম্মতিক্রমে ব্রাহ্মণবাড়ীয়া জেলা কল্যাণ সমিতির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করে।
কমিটিতে সভাপতি বিল্লাল হোসেন জামাল (সদর,) উপদেষ্টা মন্ডলী: ১. হাজী হারুন আল রশীদ (বিশিষ্ট সমাজ সেবক) ২. আশরাফুল ইসলাম বিল্লাল (নবীনগর) ৩. মোঃ কাজল মিয়া (কসবা) সিনিয়র সহ-সভাপতি : শাহেন শাহ (শাহ জাহান) সহ – সভাপতি : মোশারফ হোসেন (বাঞ্ছারামপুর), মোজাফফর হোসেন সোহেল (নবীনগর), পারভেজ আহমেদ (সদর), ফারুক আহমেদ (বাচ্চু), মোহাম্মাদ হান্নান খান (আখাউড়া), দেলোয়ার মাহমুদ শিশির (কসবা), আলম মিয়া (নবীনগর), জুলহাস মিয়া (নবীনগর), এমদাদুল হক সোহেল (বাঞ্ছারামপুর) সাধারণ সম্পাদক : আকতারুজ্জামান ফারুক (নবীনগর) যুগ্ম সাধারণ সম্পাদক : আরমান সোহেল (সদর), মহিউদ্দিন ভুঁইয়া খোকন (আখাউড়া), রাকিবুর রহমান উজ্জ্বল (সদর) , আবু সায়িদ লিয়ন (আখাউড়া), সৈয়দ আরাফাত রাজন (সদর), কামরুল হাসান (বাঞ্ছারামপুর), কবীর হোসেন (সদর), ইসতিয়াক আহমেদ বাবু (সদর), জসীম উদ্দিন (আখাউড়া), আলী আজম (নবীনগর), এমদাদুল হক (নবীনগর), মনিরুল ইসলাম (কসবা), জালাল উদ্দিন জালাল (নবীনগর), এমডি হাক্কানি (সদর), বোরহান উদ্দিন (সবুজ), শাকিল আহমেদ (বাঞ্ছারামপুর), সাংগঠনিক সম্পাদক : মিয়া লেনিন (কসবা), মেহেদী হাসান সাইমন (সদর), মোঃ নাজমুল হক (নাসিরনগর), মনির হোসেন (আশুগঞ্জ), জহিরুল আলম (সড়াইল), মনির উদ্দিন (নবীনগর), শিপু (বিজয়নগর), ইসতিয়াক হোসেন মনির (সড়াইল), শিপন মিয়া (আখাউড়া), বুলবুল (আখাউড়া), মো: দুলাল (বাঞ্ছারামপুর) প্রচার সম্পাদক : ইরফান খান (নবীনগর) উপ-প্রচার সম্পাদক : মোঃ রাসেল মিয়া (সদর) কোষাধ্যক্ষ : হাসান আহমেদ (সদর) সহ- কোষাধ্যক্ষ : জীবন মিয়া (নবীনগর), জোবায়দুল হক (বাঞ্ছারামপুর) দপ্তর সম্পাদক : বুলবুল আহমেদ (আখাউড়া) উপ-দপ্তর সম্পাদক : জসিম উদ্দিন বাবু (কসবা) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক : প্রিন্স ফয়সাল (সদর) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : কাজী আরমানুল ইসলাম রিপন (সদর) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মোহামেদ ফাহাদ (নিবির) সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মাহফুজুর রহমান ( আশুগঞ্জ) ক্রীড়া সম্পাদক : কামাল খান মনির (সদর)
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক : আফজাল হোসেন টিপু (বাঞ্ছারামপুর) আপ্যায়ন ও আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক : মতিউর রহমান (নবীনগর) সহ-আপ্যায়ন ও আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক : আমজাদ হোসেন উজ্জ্বল (সদর) গণ-যোগাযোগ ও সাংবাদিক বিষয়ক সম্পাদক : রায়হান সরকার (কসবা) আইন বিষয়ক সম্পাদক : মনসুর খান (সদর) বাণিজ্য বিষয়ক সম্পাদক : পারভেজ আহমেদ (সদর) বাণিজ্যিক বিষয়ক সহ-সম্পাদক : ইউসুফ মিয়া (সদর) বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক : মোঃ ইমন (নবীনগর) যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক : রুহুল আমিন রুবেল (সদর) ত্রাণ ও সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক : মোস্তাক আহমেদ (সদর) শ্রম বিষয়ক সম্পাদক : খোরশেদ আলম (সদর) ধর্ম বিষয়ক সম্পাদক : গোলাম রব্বানী কিবরিয়া ( সদর) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : তানভীর আহমেদ (সদর) সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : মোঃ হেলাল উদ্দিন (সদর) গন-সংযোগ বিষয়ক সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম (বাঞ্ছারামপুর)