রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: মুহররম মাস ইসলামি বর্ষপঞ্জি একটি শোকের মাস। ১০ মুহররম উপলক্ষ্যে আনজুমান আল ইসলাহ ফ্রান্সে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন সভাপতি, হা: এখলাছুর রহমান (রাজু) ও সহ:সভাপতি – মাও: সাজ্জাদুর রহমান। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আবু সিদ্দীক আনসারী।
শুরুতে কোরআনে তেলাওয়াত করেন সহ অর্থ সম্পাদক কাজী মাও: আব্দুল মুহিত। নাতে পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক মো: জিল্লুল রহমানও হাফিজ ক্বারী সুহেল আহমদ।
আলোচনা করেন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চ্যানেল আই ইউরোপের আই ফর ইসলাম অনুষ্ঠানের নিয়মিত আলোচক, হযরত মাওলানা মো: নজরুল ইসলাম , ভাইস প্রসিডেন্ট আনজুমান আল ইসলাহ্ ইউকে – খতিব ব্রিকলেন জামে মসজিদ ইউকে – মুহাদ্দিস দারুল হাদিস লতিফিয়া ইউকে – সাবেক মুহাদ্দিস মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চ্যানেল আই ইউরোপের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক, আনজুমানে আল ইসলাহ ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ। বয়ান পেশ করেন – মাও: মুফতি মাসুক আহমদ, সাধারন সম্পাদক, প্যারিস মহানগর শাখা, মাও: হুসাইন খান,অফিস সম্পাদক, আল ইসলাহ্ ফ্রান্স কেন্দ্রীয় পরিষদ। পড়ে দোয়া ও তাবারুক বিতরণ করা হয়।
প্রবাসের মাটিতে এরকম ওয়াজ মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রবাসীরা অনেক সন্তুষ্টি প্রকাশ করেন