রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে উপকৃত হতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।
প্যারিসের অধরে লাকর্রনভ এর র্প্রাণ কেন্দ্রে, শুভ উদ্বোধন হলো বাঙালি মালিকানাধীন একমাত্র কাপড়ের প্রতিষ্ঠান সাথী ফ্যাশন হাউজ। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউ বি) এর সভাপতি। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব, কাজী এনায়েত উল্লাহ ইনু।

সাথী ফ্যাশন হাউজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সাথী রানী, দীপক সরকার, জামিল আহমেদ সাহেদ, জয়ন্ত ঘোষ্বামী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সেলিম রহমান হোসাইন, ফারুক নেওয়াজ খান, এনায়েত হোসেন সুহেল, রিপন দেবনাথ, বলরাম রাজ, সপন আহমদ, খোকন ঘোষ, শ্যামল দাস, বিজয় সাহা, মাম হিমু, নয়ন মামুন, রাসেল আহমেদ, আবুল কালাম মামুন, রুবেল আহমদ, সুকান্ত ঘোষ, নিতাই দত্ত, সুফল অধীকারী, বিপুল বারই, মিথুন, দিপক দেবনাথ, সুকান্ত সরকার, কৃষ্ণ দাস, রানা রয়। এছাড়াও প্যারিসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারিসে বাংলাদেশিদের কাপড় দোকান তেমন বেশি না থাকায় বাঙালি উৎসবগুলোতে মনের মতন কাপড়-চোপড় কিনতে পারেনা প্রবাসীরা। এখন আস্তে আস্তে তা বাড়তে শুরু করেছে এতে খুশি সকল প্রবাসী বাংলাদেশিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আসা সকলেই শুভকামনা জানান সাথী ফ্যাশন হাউজকে। পরে কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান শুরু করা হয়। সাথী হাউজের পক্ষ থেকে বলা হয় আমরা এখানে বাংলা ট্রেডিশনাল সব ধরনের পোশাক রাখবো যেন প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দমতো কাপড় ক্রয় করতে পারেন।