মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: প্রবাল উৎসাহ উদ্দীপনা নিয়ে পালিত হলো খ্রিস্টান ধর্মের অন্যতম বৃহৎ অনুষ্ঠান পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা যীশু খ্রীষ্টকে দুষ্টু লোকেরা কালভেরিতে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তারা বিশ্বাস করেন মৃত্যুর তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে তার পুণরুত্থান হয়েছিল।
এ বিশেষ দিনটাকে কেন্দ্র করে ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আয়োজন করেছিল এক আনন্দ অনুষ্ঠানের। স্থানীয় একটি হলরুমে সার্বজনীন এই ধর্মীয় উৎসবে বাংলা খিষ্টযাগ (উপাসনা) উৎসর্গ করেন ইতালির রোম থেকে আগত ফাদার লরেন্স এল গমেজ। ব্যস্ত সময়ের মাঝেও সংগঠনটি নানা অনুষ্ঠানে মাধ্যমে এ দিনটিকে রঙিন করেছিল। পাপ স্বিকার, বাংলা খ্রিষ্টযাগ, ইস্টার সানডের বিশেষ খাবার দই, চিড়া মুড়ি পরিবেশন- কীর্তন পরিবেশন, দুপুরের আহার, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তুলুজ শহরে যারা বসবাসের জন্য আবেদন করেছেন এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানানো ছিল উল্লেখযোগ্য।
সংগঠনের সভাপতি যোসেফ ডি’কস্তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক- মার্ক রায়, প্রচার সম্পাদক-পংকজ গমেজ, বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি -ফখরুল আকম সেলিম, সাধারণ সম্পাদক- শাকের চৌধুরী, ট্রেজারার-ক্যান্টন কস্তা, জে. বুলবুল গমেজ, কলিন্স গমেজ, তুষার সি.কস্তা, হিলারি মিনস্ সহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন যে- দূর প্রবাসে প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে এই মিলনমেলা যেন এক চিলতে আনন্দের খোরাক এবং নতুন প্রজন্মের জন্য অনন্য উদ্যোগ। এই সব অনুষ্ঠানের মাধ্যমেই তারা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হয়। প্রবাসে এ ধরনের অনুষ্ঠান নিজেদের মাঝে পারস্পারিক সম্পর্কে আরও দৃঢ় করে। সংগঠনের সেক্রেটারি মার্ক রায় তার বক্তব্যে পৃথিবীর মানুষের জন্য প্রভু যীশু খ্রীষ্টের এই মহান ত্যাগ কে তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি আরো বলেন- প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যু এবং পুনরুত্থান পিতা ঈশ্বরের পরিকল্পনার এক বিশেষ দিন। যীশুর মৃত্যু এবং তার পুনরুত্থানকে বিশ্বাসের মাধ্যমেই মানবজাতির পাপের মুক্তির লাভ হয়। সভাপতি- যোসেফ ডি’কস্তা তার বক্তব্যের শুরুতেই সকলকে ইস্টার সানডের শুভেচ্ছা প্রদান করেন। তিনি আরো উল্লেখ করেন যে, সকলে সহযোগিতা পেলে এ ধরনের বৃহৎ সার্বজনীন অনুষ্ঠান আমরা করতে চাই এই বৃহৎ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।