রনি মোহাম্মদ,প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী হাসান মাহমুদ দুলালকে সভাপতি আকরাম হোসেন মিন্টু, জাহিদুল ইসলাম সজিব কে সহসভাপতি এবং এনামুল হক ইমনকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার প্যারিসের পার্ক এক্সপোজিশনের স্থানীয় এক হল রুমে অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে প্রবাসী সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি মিজানুর রহমান সিকদার, চাঁদপুর সমিতি সভাপতি মিজান চৌধুরী মিন্টু, মোহাম্মদ আলী ভুট্টু, কাজী শাহজান লিটন, নাসির উদ্দিন, বাকি বিল্লাহ খোকন, আব্দুল কাইয়ুম সরকার, নজরুল ইসলাম চৌধুরী, আমিন খান হাজারী, হাবিব খান ইসমাইল, শামীমা আক্তার রুবি, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান, আরমান আহমেদ সহ আরো অনেকে।
এসময় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার। আলোচনা অনুষ্ঠানের শুরুতে নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে উপদেষ্টা মন্ডলী ও আগত অতিথিবৃন্দ।

সংগঠনের বাকি সদস্যরা হলেন, সহ সাধারন সম্পাদক বাবু সাইফুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক শাহ মোঃ আরফান, যুগ্ম সাধারন সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক শাহ পরান টুলু, সাংগঠনিক সম্পাদক অপেল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শিপন, প্রচার সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন লাকি, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক সজীব, সহ দপ্তর সম্পাদক জুয়েল, ক্রীড়া সম্পাদক কামরুল, সহ ক্রীড়া সম্পাদক আক্তার, সাংস্কৃতিক সম্পাদক টিপু, আন্তর্জাতিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ আন্তর্জাতিক সম্পাদক সানিম আহমেদ, সদস্য আক্তার, ডালিম প্রমূখ।
কমিটির উপদেষ্ঠা মন্ডলির মধ্যে রয়েছেন, প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুট্টু, উপদেষ্ঠা, হারুনুর রশিদ, কাজী শাহজান লিটন, নাসির উদ্দিন, ইকবাল আহমেদ রিটন, গোলাম খালেদ কিবরিয়া, বাকি বিল্লাহ খোকন প্রমূখ।
নির্বাচিত সভাপতি হাসান মাহমুদ দুলাল জানান, প্রবাসে কুমিল্লার কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিউনিটি গঠনে এই সংগঠন কাজ করবে। পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে এই সংগঠনের অনবদ্য ভূমিকা থাকবে । আঞ্চলিকতার উর্ধ্বে উঠে যে কোন প্রবাসীর সামগ্রীক কল্যাণে আমরা বদ্ধপরিকর।