মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি:
করোনার তাণ্ডবে দীর্ঘদিন বন্দী থাকার পর ফ্রান্সের জনগণের মাঝে চলছে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। জীবন-জীবিকার লড়াইয়ে তাদের ঠিকানা কি স্বাভাবিক হবে না? না অস্থির হবে? তা নিয়ে চলছে তুমুল আলোচনা ও পর্যালোচনা। ১৪ জুন, ২০২০ রবিবার ফ্রান্সের মাননীয় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ টেলিভিশন ভাষণে জানিয়ে দিয়েছেন ফ্রান্সের লোকজন এখন থেকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তিনি ফ্রান্সের সর্বত্রই গ্রীন জোন বলে উল্লেখ করেছেন। সোমবার থেকে পূর্ণরূপে খুলছে সকল কফি শপ ও রেস্তোরাঁ। তবে পাবলিক ট্রান্সপোর্টে মাক্স বাধ্যতামূলক আছে যথারীতি।
হাই স্কুল বাদে অন্যান্য স্কুল খুলবে আগামী ২২ জুন থেকে। যেখানে বাধ্যতামূলকভাবে সকল ছাত্র-ছাত্রীদের যেতে হবে। ইউরোপের যেসব দেশে ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে, সেসব দেশে মিলছে ভ্রমণের অনুমতি। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে দেখা করতে যথারীতি বৃদ্ধাশ্রমেও যেতে পারবে ফরাসিরা। তবে তিনি সতর্ক করেছেন করোনাভাইরাস আবারও আঘাত হানতে পারে যে কোনো সময়ে। সবাইকে স্বাস্থ্যবিধি পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।