ফেরদৌস করিম আখঞ্জী, প্যারিস, ফ্রান্স: আগামী ২৮ অক্টোবর রবিবার লাকরনভ মাঠে ১১টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো বাংলা ক্রিকেট লীগ।এ উপলক্ষে ২১ অক্টোবর রবিবার ফ্রান্সের প্যারিসে স্মৃতি মহল রেস্টুরেন্টে ইউরো বাংলা ক্রিকেট লীগ উপলক্ষে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
ইউরো বাংলা ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামসুল ইসলাম এসময় টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিক রেজাউল করিম এর পরিচালনায় এসময় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিপি সভাপতি আজিজুল হক সুমন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু , প্যারিস বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, অটো ইকুল পরিচালক হোসেন আহমদ, রাইজিং স্টার ক্লাব এর সভাপতি নজরুল ইসলাম, ইউরো বাংলা প্যারিস প্রতিনিধি রুহুল আমিন সহ বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তাগণ।
২৮ অক্টোবর রবিবার লাকরনভ মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইপিবিএ মাস্টার্স, এসিসি ক্রিকেট ক্লাব, ক্রাক প্লাটুন ৭১, পিসিসি ক্রিকেট ক্লাব, রাইজিং স্টার, প্রবাস কথা, হৃদয়ে বাংলাদেশ, লায়ন্স ক্লাব, সার্সেল ক্রিকেট ক্লাব, তৃষ্ণা গ্রুপ ও ইউরোবাংলা মাস্টার্স ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করবে।