হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে কারাগারে না গিয়ে বাড়িতে থেকেই দণ্ড ভোগ করতে পারবেন তিনি। সে ক্ষেত্রে শরীরে একটি ইলেকট্রিক ট্যাগ পরতে হবে সাবেক প্রেসিডেন্টকে।
বিবিসির খবর অনুসারে, ৬৬ বছর বয়সী সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি তদন্তের গোপন তথ্যের বিনিময়ে একজন ম্যাজিস্ট্রেটকে বিদেশে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজোগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, সারকোজি জানতেন তিনি যা করছেন তা ভুল। তার এবং আইনজীবী হারজগের কর্মকাণ্ড জনগণের কাছে বিচারব্যবস্থা সম্পর্কে খুব বাজে ছবি উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন বিচারক। তাদের এসব কাজ অনৈতিক প্রভাব পরিচালিত এবং পেশাদারি গোপনীয়তার লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে।
আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন নিকোলাস সারকোজি।