মার্ক রায়, তুলুজ, ফ্রান্স: ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উদযাপিত হলো সার্বজনীন “বড়দিন ” উৎসব। ফ্রান্সের পিংক সিটি খ্যাত “তুলুজ ” শহরে প্রতি বছরের ন্যায় এবারও পালিত হলো এই মহাউৎসব। স্থানীয় সেন্ট যেরম চার্চে বাংলা মিশায় বেলজিয়াম থেকে আগত ফাদার প্রলয় এ.ডি.ক্রশ এর বাণী ছিলো এবারের ব্ড়দিন উৎসবের অন্যতম আকর্ষণ।
বাংলা মিশার পর উপস্থিত সকলে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকলের প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় বড়দিনের বিশেষ গান “কীর্তন”।বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর মাননীয় সভাপতি “যোসেফ ডি কস্তা ” এর রেস্টুরেন্ট “রাজস্থান ভিলা”-তে দুপুরের আহারে তুলুজ প্রবাসী সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সংগঠনের বর্তমান সম্পাদক “মার্ক রায় ” সাংগঠনিক এবং ব্যক্তিগত সফরে বাংলাদেশ অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্যান্টন এইচ কস্তা সার্বিক তত্ত্বাবধানে বিকেল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের বিশেষ আকর্ষণ “লটারী ড্র ” অনুষ্ঠিত হয়।
ভিক্টর শেখর রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার প্রলয় এ.ডি.ক্রশ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্যান্টন এইচ কস্তা, ট্রেজারার শিতল রোজারিও। সংগঠনের অন্যতম সদস্য পঙ্কজ রোজারিও প্রমুখ ।
বক্তারা সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করার জন্য এ ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজন করার কথা উল্লেখ করেন।