হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মহামিলন মেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এর নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং নির্বাহী সচিব হয়েছেন যথাক্রমে মীর চৌধুরী (নিউজার্সি) এবং জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)।
‘৩২তম ফোবানা সম্মেলন’র শেষ দিন ২৯ জুলাই রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অপর কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারপার্সন-শাহ হালিম (টেক্সাস), যুগ্ম সচিব-ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ-মাসুদ রব চৌধুরী (লসএঞ্জেলেস)।
২০১৮-২০১৯ সালের জন্যে নির্বাচিত এ নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন-আতিকুর রহমান (ফ্লোরিডা), জসীমউদ্দিন (জর্জিয়া), নাহিদ খান সাহেল (জর্জিয়া), ডিউক খান (জর্জিয়া), রেহান রেজা (ক্যানসাস), রবিউল করিম বেলাল (ক্যানসাস), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক|