প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সঙ্গীতশিল্পী রীতা চক্রবর্তী আগামী ১৫ আগস্ট ২০২০, শনিবার ফেসবুক লাইভে সঙ্গীত পরিবেশন করবেন। মাতৃভূমি আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তার ঝুড়িতে থাকা বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন। ভারত সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৩০টা, ইউকে সময় বিকেল ৩.৩০টা, নিউইয়র্ক সময় সকাল ১০.৩০ টায় তিনি এ সঙ্গীত নিয়ে হাজারা শ্রোতার প্রাণ জুড়াবেন। রীতা চক্রবর্তী মূলত লোকসঙ্গীত শিল্পী হলেও বাউল গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীতে রয়েছে তার অবাধ বিচরণ। তিনি ৮টি ভাষায় লোকসঙ্গীত গাইতে পারেন।