প্রবাস মেলা ডেস্ক: দখলকৃত জেনিন আশ্রয় শিবিরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল ৩ ফিলিস্তিনির। ১৯ জুন ২০২৩, সোমবার চালানো হয় এই অভিযান। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। খবর আল জাজিরার।
এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ। সেখানে জানানো হয়, গোলাবারুদ, স্টান গ্রেনেড আর বিষাক্ত গ্যাস ছোঁড়ার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহতদের মধ্যে রয়েছে ১৫ বছরের কিশোর আহমেদ শাকুর। বাকিরা হলেন, ২১ বছরের খালেদ দারভিশ এবং ১৯ বছরের কাসেম সারিয়া।
ইহুদি প্রশাসনের দাবি, দুই সন্দেহভাজন দুর্বৃত্তকে ধরতেই চালানো হয় এ অভিযান। যার মধ্যে একজন কারাবন্দি হামাস নেতার সন্তান। ইসরায়েলি সেনা সদস্যদের অভিযোগ, ক্যাম্পে ঢুকলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে হেলিকপ্টার থেকে ছোঁড়া হয় রকেট। চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে দুই শতাধিক ফিলিস্তিনির।