রোটা: মো: জাহাঙ্গীর আলম হৃদয়
রিয়াদ, সৌদিআরব
দু:খ সুখের জীবন সবার
অনন্তকালের খেলা
ফুল প্রজাপতিরও কষ্ট আছে
এই দুনিয়ায় মেলা
পাখিদেরও মন আছে
অশ্রু আছে চোখে
মানব জীবের স্বপ্নের ভিড়ে
পড়েনা হয়তবা চোখে
সবাই সবার ভুলতে কষ্ট
করে না-না ব্যর্থ প্রয়াস
তাতে কি সুখ পাওয়া যায়
নিধর অতল ভবে
ফুল সুখি হয় শিশির স্পর্শে
আকাশ হাসে চাঁদে
জীব – জীবন বেঁচে থাকে
সূর্যের নি:স্বার্থ তাপে
সুখ পেতে হলে অনুসরণ কর
সূর্যের উদার তরে।