প্রবাস মেলা ডেস্ক: গাজায় ইসরাইলি বাহিনীর ‘সর্বাত্মক অবরোধের’ নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইসরাইলি বাহিনীর অবরোধের কারণে গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, সবশেষ এই সংঘাত হঠাৎ করে নয়, দশক দীর্ঘ আগ্রাসন থেকে উদ্ভূত হয়েছে। যা শেষ হওয়ারও কোনো লক্ষণ নেই। এর আগে, সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় ‘সর্বাত্মক অবরোধ’ ঘোষণা করে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত এই অবরোধের ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।’ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাসসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘের তথ্যমতে, গাজার বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল। প্রতিদিনকার খাদ্যসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন সেখানকার প্রায় ১০ লাখ মানুষ।