প্রবাস মেলা ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক বন্দুক হামলায় চার ইসরাইলি নাগরিক নিহত এবং চার জন আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সেনাদের হামলায় ছয় ফিলিস্তিনি নিহত এবং ৬৬ জন আহত হওয়ার একদিন পর এ পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পশ্চিম তীরের কেন্দ্রীয় পার্বত্য অঞ্চল নাবলুস ও রামাল্লাহ শহরের মাঝামাঝি ইহুদি বসতি এলির কাছে একটি গ্যাস স্টেশনের রেস্টুরেন্টে, দুই ফিলিস্তিনি গুলি চালায়। এতে চার ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও চার জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা একটি গাড়িতে করে সেখানে পৌঁছায় এবং একটি রেস্তোরাঁয় গুলি চালায়। উরিফ গ্রামের বাসিন্দা মোহান্নাদ ফালেহ শাহদেহ (২৬) এবং খালেদ মোস্তফা সাবাহ (২৪) এ হামলা চালিয়েছে।
এদিকে গোলাগুলির সময় ইসরাইলি বাহিনীর গুলিতে মোহান্নাদ শেহাদেহ নিহত হয়েছেন। তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাসসাম ব্রিগেডের সদস্য। এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি সেনারা খালেদ মোস্তফা সাবাহকেও হত্যা করে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির সেনাপ্রধান এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে এ হামলার বিষয়ে বৈঠক করেছেন। ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।