ফজলুর রহমান
আউগসবুর্গ, জার্মানি
গাছে গাছে নেই পলাশ- বকুল
তাতে কি?
আছে তুষার ঢাকা শাখা- প্রশাখায়
সাদা ফুল বাহার- !
মন মাতানো মধুর সুরে নেই কোকিলের ডাক, তাতে কি?
রাঙিয়ে রেখেছি ফাগুনের রঙে- আমার হৃদ-মাজার।
ফাগুন এসেছে প্রবাসেও তাই,
গেয়ে যাই প্রাণের গান!
বাঙালি মোরা, যেখানেই থাকি-
মোদের, ছাড়ে না নাড়ির টান।