সাকিল আহমেদ, কোলকাতা, ভারত:
অফিস আওয়ারের পর চেয়ার টেবিল ভাড়া দেয় ফুটনোট, জমে থাকা ফাইল
মনের অফিস স্টাইলে চলে…
অফিসের আয়নায় হায়নার মুখ,
কাগুজে বাঘ সব অভয়ারণ্য জুড়ে
প্রতিদিন ধুলো ঝাড়ি।
ন্যাকড়ার ঘরবাড়ি থেকে পেড়ে আনি নাদুস নুদুস ফাইল।
আমি তার ঘাম মুছি। দাম মোছেন শুধু সাহেব কেরানী
অফিস আওয়ারের পর ঘর ভাড়া দেয় টিকটিকি
কত কিছু শিখি মনে মনে লিখি পাণ্ডুলিপি।
আমাদের দেশ ক্ষুধা দারিদ্রের ক্লেশ ফাইল স্টাইলে চলে…
নিরাকার ব্রম্ভের মত চলে প্রশাসন।