কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বৃহত্তর ফটিকছড়ির নানুপুর ও সুয়াবিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয় হয়েছেন।
বিজয়ীরা হলেন, নানুপুর ইউপিতে শফিউল আজম সুয়াবিল ইউপিতে জয়নাল আবেদিন।
এদিকে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখান করেছে ফটিকছড়ির বিএনপি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে দুই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি কেন্দ্রে দুইপ্রার্থী সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১০/১২ জন আহত হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১২টায় স্বতন্ত্র প্রার্থী এম হায়াত (আনারস) ও আওয়ামীলীগ প্রার্থী জয়নাল আবেদীন এর সমর্থকদের কথা কাটাকাটির জের ধরে ভোট কেন্দ্রের বাহিরে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন, নাজির হাট পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর জুনু (৫০) ও ফটিকছড়ির যুবলীগ কর্মী ইমাজ উদ্দীন জেম (৩০)। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোট শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী নানুপুরে আওয়ামীলীগের শফিউল আজম পেয়েছেন ৪ হাজার ৮ শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ পেয়েছেন ৩ হাজার ১শত ৩২ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১১হাজার ৩শত ১২জন।
অপর দিকে সুয়াবিল ইউনিয়নে আওয়ামীলীগের জয়নাল আবেদীন (নৌকা) ৩ হাজার ৮ শত ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এম হায়াত ৩ হাজার ৩শত ৯১ ভোট পেয়েছেন।
এদিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন জানান শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।