কামাল পারভেজ অভি, ফটিকছড়ি থেকে: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে বিগত ছয় মাসে স্কুল ও কলেজের ভবন নির্মাণ, বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সহ গ্রামীণ অবকাঠামো খাতে প্রায় ৪৫ কোটি ব্যয়ে ২৮টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার বিকেলে সরকারি এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ইয়াকুব বাদশার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ উন্নয়নের সুফল ভোগ করছে।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের আশ্রয় প্রদানের উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে হাজারো গৃহহীন নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা।
ফটিকছড়ির কোন মানুষ যাতে গৃহহীন না থাকে, সে জন্য আমি মুজিববর্ষে ফটিকছড়িতে ২২ হাজার ভূমি ও গৃহহীন পরিবারে ঘর দিতে চাই। বিষয়টি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহায়তা কামনা করেন সাংসদ মাইজভাণ্ডারী।
সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন সহ স্হানীয় সাংবাদিকবৃন্দরা।