কামাল পারভেজ অভি, ফটিকছড়ি থেকে: উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়ায় শফিকীয়া দরবার শরীফে আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ৩ দিনব্যাপী পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটিয়া দরবার শরীফের পীর ছাহেব হযরতুলহাজ্ব শাহ্ছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (ম.জি.আ.)।
তিনদিনের কর্মসূচীর মধ্যে ছিল- ১৭ ডিসেম্বর খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ ও মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর বাদ আছর হতে মাহফিলে তকরির করেন, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী, হযরতুলহাজ্ব আল্লামা জয়নাল আবেদিন জুবাইর, হযরতুলহাজ্ব আল্লামা খাজা মুহাম্মদ আরিফুর রহমান নকস্বন্দী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শেফায়েত উল্লাহ।
অতিথি ছিলেন- সাবেক লেলাং ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। ১৯ ডিসেম্বর সমাপনী দিনে বাদ জোহর হতে তকরির করেন, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ,হযরতুলহাজ্ব আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী ও হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ওসমান গণী ছালেহী। মাওলানা রিয়াজ মাহমুদের পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ তৈয়বুল বশর মাইজভান্ডারী, শাহাজাদা মাওলানা আবু বক্কর মুনিরী, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবছার উদ্দিন, আঞ্জুমানে বারীয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা হাবীব আহমদ মুনিরী, সহ-সভাপতি শাহাজাদা হাফেজ ফখরুদ্দীন কাদের চৌধুরী, যুব কমিটির চেয়ারম্যান শাহাজাদা সালাহ উদ্দিন কাদের চৌধুরী, যুব কমিটির সহ-সভাপতি হামিদ উল্লাহ চৌধুরী, মহাসচিব আলহাজ্ব নজরুল ইসলাম, ওলামা পরিষদের মহা সচিব মাওলানা নাসির উদ্দিন ও মাওলানা রিয়াজ মাহমুদ সহ যুব কমিটি, ওলামা পরিষদ, ছাত্র পরিষদ, দেশ ও বিদেশের বিভিন্ন শাখার নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশের ও সকল উম্মাহর সুখ-শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (ম:জি:আ:)।
তিনদিন ব্যাপী এ মাহফিলে দূর-দুরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।