কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফে আঞ্জুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যাগ আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর তিনদিন ব্যাপী পবিত্র জশনে জুলছে ঈদে মিলাদুন্নবী (স:) ও মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০তম বার্ষিক সভা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর ২০২০, বুধবার ফটিকছড়ির পৌরসদর রাঙ্গামাটিয়ায় শফিকীয়া দরবার শরীফে সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শাহছুফি মাওলানা চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনীরী (মঃজিঃআঃ) সভাপতিত্বে ও যুব কমিটির সচিব আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনয়া এতে বক্তব্য রাখেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ধুরুং এর সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ফটিকছড়ি জাতীয় পার্টির সভাপতি আবছার উদ্দিন চৌধুরী, লেলাং এর সাবেক ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী, সাবেক কাউন্সিলর আবদুল কাইয়ুম স্বপন।
আর উপস্থিত ছিলেন মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ ক্বারী ফখরুদ্দীন কাদের চৌধুরী, বারীয়া শফিকুল মুনীর যুব কমিরির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি এস এম সোলায়মান, আঞ্জুমান বারীয়া মুনিরিয়া আহমদিয়া কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিব আহমদ মুনীরি ও যুগ্ম মহাসচিব মাস্টার আবদুল মান্নান, মাওলান আবুল কালাম শফিকী, মাওলানা সেলিম উদ্দিন শফিকী, মাওলানা রাশেদুল আলম শফিকী, মাওলানা আবুল কাশেম চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মহিউদ্দিন বেলাল, সৌদি প্রবাসী ইসহাক, তৌহিদুল আলম সহ আরও অনেকে।
সভা শেষে মহামারী করোনা থেকে মুক্তি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি শাহছুফি মাওলানা চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী মুনিরী (মঃজিঃআঃ)।