কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে মক্কায় ফটিকছড়ি ক্লাবের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিনের নেতৃত্বে চল্লিশ সদস্যদের একটি দল মদিনা মনোয়ারায় জেয়ারত ও তায়েফ ভ্রমণ শেষে পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম ফটিকছড়ি ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে মক্কার ফটিকছড়ি প্রবাসীরা।
১৭ এপ্রিল ২০১৯ বুধবার বিকেলে মক্কার মিসফালাহ স্থানীয় একটি হোটেলে এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি ক্লাবের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, ডাঃমিজানুর রহমান, কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ, মোঃ ইউছুফ, মোঃকাসেম, মোঃ বাবুল, সেলিম উদ্দিন, মোঃ ইউনুচ, মোঃ লেয়াকত তৌহিদুল আলম, শাহাব উদ্দিন, জমির উদ্দিন, জানে আলম, কমরউদ্দিন, মামুন, সাহেদুল আলম সাহেদ সহ অনেকে।
মতবিনিময়কালে ফটিকছড়ি ক্লাবের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ফটিকছড়ি ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবারই প্রথম দেশের বাহিরে মক্কা ও মদিনায় ৪০ জন সদস্য নিয়ে ওমরাহ পালন করতে আসি। আমরা ইতিমধ্যে ক্লাবের উদ্যোগে জনকল্যাণমূলক বিশেষ করে সমাজের অবহেলিত মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। ভবিষ্যতে ও সকল সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে ক্লাবের পক্ষ থেকে দেশের মহৎ কাজ গুলো মানবতার কল্যানে সম্পাদন করার উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশায়াল্লাহ।
এসময় মক্কা, জেদ্দা, তায়েফ ও মদিনায় বসবাসরত ফটিকছড়ির প্রবাসীরা উপস্থিত ছিলেন।