মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি’র সাবেক সভাপতি, জাতীয় সংসদের (সাবেক ঢাকা-২) আসনের বার বার নির্বাচিত সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও দোহার নবাবগঞ্জের মাটি- মানুষের জননেতা প্রয়াত আব্দুল মান্নান সাহেবের স্মৃতিচারণ অনুষ্ঠানে সংযুক্ত অতিথি হিসেবে হারুনুর রশীদ ওসমানী (সাবেক ভিপি দোহার নবাবগঞ্জ কলেজ), মহসীন উদ্দিন পলাশ (সাবেক ভিপি দোহার নবাবগঞ্জ কলেজ), ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, এরশাদ আল- মামুন (সাবেক চেয়ারম্যান বকস্ নগর ইউনিয়ন পরিষদ), নাসির উদ্দিন নেসার (সাবেক সভাপতি, নবাবগঞ্জ থানা ছাত্রদল), তপন মোল্লা (চেয়ারম্যান, গালিমপুর ইউনিয়ন পরিষদ), রফিকুল ইসলাম ( সাবেক ছাত্রনেতা), ইয়াসমিন আক্তার (ভাইস চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা) সহ অনেকে। অংশগ্রহণকারী প্রত্যেককে কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। প্রয়াত আব্দুল মান্নানের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকাবহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠান শেষাংশে প্রয়াত আব্দুল মান্নান সাহেবের জন্য দোয়া করা হয়। এ অনুষ্ঠানে সঞ্চালক তারেক ভাইকে কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে ছালাম ও ধন্যবাদ জানানো হয়।