প্রবাস মেলা ডেস্ক: নতুন দিনের মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, সম্প্রতি চিত্রনায়িকার খাতায় নাম লিখিয়েছেন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে। এরমধ্যে অন্যতম একটি আব্দুল মান্নান পরিচালিত ‘কি করে বলবো প্রিয়তমা’। ইতিমধ্যে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়ে গেছে।
মাহি কথাচিত্রের ব্যানের ছবিটিতে প্রিয়াঙ্কা জামান ছাড়াও আরো অভিনয় করবেন চিত্রনায়ক নাদিম, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, আশরাফ শুপ্ত প্রমূখ। চলতি মাসের সতেরো তারিখ ছবির গানের শুটিংয়ে সিলেট জাফলং যাবার কথা রয়েছে শুটিং ইউনিটের। আগামী মাসের পাঁচ তারিখ ঢাকা ফিরবেন।

ছবিটি নিয়ে প্রিয়াঙ্কা জামান বলেন, নতুন একটি চরিত্রে অভিনয় করব। এ ধরণের চরিত্র নিয়ে খুব কমই কাজ হতে হয়েছে। আশা করি ছবিটি মুক্তি পেলে দর্শক গ্রহণ করবে।’
উল্লেখ্য, মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সামসুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোরশেদ খান হিমেল সহ আরো অনেকে।