সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে: ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার বিকাল ৩ ঘটিকায় সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণকল্পে বিশেষ বর্ধিত সভা সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সায়েদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন যথাক্রমেঃ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ নেতা মহিউদ্দীন আহমেদ, রতন মিত্র, মোঃ ইউসুফ খাঁন, খোরশেদ আলম মেম্বর, নূর মোহাম্মদ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা মুনিরুল ইসলাম বাবুল, বিজয় চক্রবর্তী, শওকত আকবর জেসমীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকগণ। প্রায় দু’শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে সায়েদ মিয়ার প্রস্তাবনায় ও রতন মিত্রের সমর্থনে উপস্থিত সকলেই স্লোগান ও করতালিতে একক প্রার্থী হিসেবে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সমর্থন জ্ঞাপন করেন।
সদ্য প্রবাস ফেরত আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুফ খাঁন ব্যক্তিস্বার্থ ত্যাগ করে বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক সংগঠনে মনোযোগী হয়ে দলীয় শৃংখলা ও সাংগঠনিক নিয়মে রাজনীতিকে সঠিক জায়গায় তৈরী করতে সংগঠনের সকল নেতাদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।
সমাপনী ভাষণে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী হ’ব কখনো ভাবিনি। আজ আপনারাই যখন জোরালো দাবি তুলেছেন এবং উপস্থিত সকলে একমত হয়েছেন সেহেতু দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোয়ন দিলে সেক্ষেত্রে আমার আপত্তি নেই। সভায় রাজনীতিকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য আওয়ামীলীগ অঙ্গসহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য গড়ে তুলতে উদাত্ত্ব আহ্বান জানানো হয়।।