আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সফল সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী ব্যক্তিত্ব। তিনি বৃহত্তর সিলেট তথা বাংলাদেশিদের অহংকার। দূরদর্শী নেতৃত্বের অধিকারী গুণী এই ব্যক্তির কথা লিখে শেষ করা যায় না। তিনি একজন দক্ষ সংগঠক, দেশপ্রেমিক এবং বিশেষ করে বৃহত্তর সিলেটবাসীর কাছের মানুষ। সদালাপী এই মানুষটির পরিবারের সবাই বিলেতে উন্নত জীবন যাপন করে অভ্যস্ত। তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন পরিবারের সন্তান হলেও লন্ডনে পরিবার পরিজন ছেড়ে দেশ ও বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে বাংলাদেশে বসবাস করছেন।
সৈয়দ জগলুল পাশা যখন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক ও সি এম তোফায়েল সামি সভাপতি থাকা অবস্থায় তিনি বহির্বিশ্বের কাছে জালালাবাদ এসোসিয়েশন বা বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে তুলে ধরার এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বে সবাই কে নিয়ে একযোগে কাজ করার মহতি উদ্যোগ গ্রহণ করেন। এজন্য তিনি বিশ্বের সকল সিলেটবাসীর সাথে যোগাযোগ শুরু করেন এবং একটি শ্লোগান যোগ করেন ‘ভ্রাতৃত্বের মেলবন্ধনে বহির্বিশ্বে জালালাবাদবাসী’। ধীরে ধীরে বহির্বিশ্বে এক এক করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ প্রায় ১৭/১৮টি দেশে জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠিত করেন এবং আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি করেন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে জালালাবাদ এসোসিয়েশন ইতালি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে ও পরে বহির্বিশ্বে অনেক দেশে জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাথে কোন সেতুবন্ধন হয়নি। একমাত্র মরহুম সি এম তোফায়েল সামি ও সৈয়দ জগলুল পাশা এর সময়ে বিশ্ব জালালাবাদ ঐক্যবদ্ধ হয়।
সর্বশেষ ২০১৯ সালে বিশ্ব সিলেট উৎসব ইতালি ও ২০২০ সালের জানুয়ারি মাসে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আয়োজনে এবং সৈয়দ জগলুল পাশা ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর অক্লান্ত পরিশ্রমে বিশ্বের জালালাবাদবাসী ঢাকায় একত্রিত হয়ে জালালাবাদ প্রবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র আজীবন সদস্য অলি উদ্দিন শামীম বলেন, জালালাবাদ এসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও গতিশীল ও ফলপ্রসু করার জন্য এ মুহূর্তে সৈয়দ জগলুল পাশা স্যারদের মতো দুরদর্শী নেতৃত্ব খুবই প্রয়োজন। তাই জালালাবাদ এসোসিয়েশন বা বৃহত্তর সিলেটবাসীর পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী ১৮ জুন ২০২২ জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সৈয়দ জগলুল পাশা স্যার সহ যোগ্য ব্যক্তিদের জয় নিশ্চিত করার জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্যবৃন্দকে আমি সর্বান্ধব অনুরোধ জানাই।