শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: টলিউডের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কে না চেনে? কিন্তু, তাঁর মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়কে খুব কম লোকেই চেনে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার মেয়ে প্রেরণা। এখন সে আর ছোট নেই, বড় হয়েছে। তাঁর রূপ সৌন্দর্য তাক লাগিয়ে দেবে সবাইকে।
তাঁর রূপের লাবণ্য যে কোন বলিউড – টলিউড অভিনেত্রীদের হার মানিয়ে দেবে। তিনি জাপানি খাবার খেতে খুব ভালোবাসেন। বর্তমানে তিনি এখন লন্ডনের বাসিন্দা। তিনি একদম সহজ সরল জীবন-যাপন করেন।