হাকিকুল ইসলাম খোকন: ২০ মার্চ বুধবার প্রয়াত রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকা বনানী গোরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ড: আব্দুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপি এবং প্রয়াত জিল্লুর রহমানের একান্ত সহচর এম এ করিম।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী দক্ষিণ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক-সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।