প্রবাস মেলা ডেস্ক: আনিসুল হক ছিলেন একজন পুরোপুরি স্বপ্নদ্রষ্টা মানুষ। তিনি বলতেন মানুষের চেয়ে তার স্বপ্ন অনেক বড়। ব্যবসা, রাজনীতি এবং মিডিয়ায় ছিল তার সরব উপস্থিতি। সবক্ষেত্রেই তিনি সফলতার ছোঁয়া রেখে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন এই কৃতি ব্যবসায়ী দেশের বিদ্যুৎখাত উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি চাঁদপুরে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মহতি উদ্যোগ নেন। কিন্তু তার জীবদ্দশায় তা আলোর মুখ না দেখলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর সহ আরও ৫টি পাওয়ার প্লান্ট এর শুভ উদ্ভোধন করেন। এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে আরও এগিয়ে গেল এবং প্রয়াত আনিসুল হকের আরও একটি স্বপ্ন বাস্তবায়িত হল।
উল্লেখ্য, আনিসুল হক ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হওয়ার পর ঢাকা শহরের দৃশ্যমান উন্নয়ন ও শৃংখলা আনয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা এখনও মানুষের মুখে মুখে। এর আগে তিনি বিজিএমই-এর সভাপতি ও পরে এফবিসিসিআইর সভাপতি হন। পরবর্তীতে সার্ক চেম্বারের সভাপতির দায়িত্বেও ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিআইপিপিএরও সভাপতি ছিলেন।