কামাল বারি
পাকা ধানের উজ্জ্বল নগ্নতা ওই কৃষাণ মেয়ের ঐশ্বর্য;
অকপট ভূমির সাথে আমি নিবিড় গেঁথে যাই!
নগর-ব্যস্ততা ছুড়ে ফেলে চলে যাই শস্য সুঠাম
বাংলার প্রান্তরে;
অন্তরে যার অপার আগ্রহ চিরকাল…;
সম্পন্ন ফসলের উদার হাতছানি আমাদের
প্রতি ইঞ্চি ভূগোলব্যেপে;
নিস্পৃহতা ছুঁইতে পারে না কখনও এ-মাটির
কঠিন কৃষাণের মন;
কৃষাণী তার চরায় খরায় বানে বন্যায় বাঁধে বুক;
বারবার বাঁচবার সংগ্রাম প্রকৃত যোদ্ধা নারীর…;
প্রমাণ প্রেমের দারুণ আহ্বান নিয়ে জেগে থাকে
সংসার সেবাপরায়ণ মানসী;
অগণন নক্ষত্র দোল খায় এখানে শস্যল ফসলের ক্ষেত
আর নারীর কোলজুড়ে;
প্রজ্ঞাময় প্রজন্ম জন্ম-জন্মান্তরে শুধু মানবিক আলো চায়।