ডেস্ক রিপোর্ট: ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার প্রবীণ পরামর্শ সেবালয়ের উদ্যোগে ‘প্রবীণ জীবনে কোরআন’ শীর্ষক সেমিনার উত্তরা ১০নং সেক্টরস্থ উত্তরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ পরামর্শ সেবালয় ও উত্তরা পাবলিক লাইব্রেরির উপদেষ্টা ও আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডা. মো: ইমাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও উত্তরা পাবলিক লাইব্রেরির সভাপতি তারেকউজ্জামান খান, রেজিষ্ট্রেশন অধিদপ্তর সিলেট এর সাবেক পরিদর্শক মকবুল হোসেন এবং ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা, ঢাকা এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ পরামর্শ সেবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ শফিক উল্লাহ ও বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক (অবঃ) হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, উত্তরাস্থ লাইট হাউজ ক্যারিয়ায় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিয়া নবী, প্রবীণ পরামর্শ সেবালয়ের ফাইনেন্স ডিরেক্টর হোসনে আরা কল্পনা ও শিপার মাহমুদ। প্রধান অতিথি তার বক্তৃতায় উপস্থিত প্রবীণ ও নবীণদেরকে জীবনের সর্বক্ষেত্রে মানুষের জন্য আল্লাহর দেয়া সংবিধান পবিত্র কোরআন সহীহ তিলাওয়াত, অর্থ বুঝে অধ্যয়ন ও নিজের বাস্তব জীবনে তা আমল করার আহবান জানান।