হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাস মেলার প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন বলেন, ২০২০ সাল দেশ ও প্রবাসের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি। প্রতিটি প্রভাত হোক সুপ্রভাত।
উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার এই শ্লোগানে ঢাকা থেকে প্রকাশিত প্রবাসীদের একমাত্র নন্দিত পত্রিকা প্রবাস মেলা ১৫ জানুয়ারি ২০২০ ৬ষ্ঠ বর্ষে পর্দার্পণে বিশ্বের রাজধানীখ্যাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রবাস মেলার উপদেষ্টা, আবৃতিকার এবং টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ, সম্পাদক শরীফ মোহাম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজুসহ প্রবাস মেলায় সংশ্লিষ্ট এবং বিশ্বময় প্রবাস মেলার প্রতিনিধি সকল সুহৃদ এবং শুভাখাংখীদের জানাই অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা। প্রবাস মেলা ইতিমধ্যে সর্ব মহলে সমাধিত হয়েছে এবং সাথে অনলাইন ভার্সন ও জনপ্রিয় হচ্ছে। প্রবাস মেলা রুচিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ থাকবে এই প্রত্যাশায় সবার শুভ কামলা করে প্রবাস মেলায় পাঠানো এক ভিডিও বার্তায় এ অভিমত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।