প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিউশন বাংলাদেশ (কেআইবি) তে ডিসিআই এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ভিন্নধর্মী কনসার্টের এক ফাঁকে বিটিভি’র জনপ্রিয় সংবাদ পাঠিকা শামীম খান শামা ‘র হাতে প্রবাস মেলা তুলে দেওয়া হয়। পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ তার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
শামীম খান শামা বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা রেহানা পারভীন ও বাংলাদেশ বেতারে সংবাদ পাঠিকা আফরোজা আক্তার পপিকেও পত্রিকার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।
তারা প্রত্যেকেই প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করেন এবং প্রবাসীদের মুখপত্র হিসেবে প্রবাস মেলা আরো জোরালো ভূমিকা রাখাবে বলে প্রত্যাশা করেন।