প্রবাস মেলা ডেস্ক: দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও টেলিভিশন নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল এর হাতে পাক্ষিক প্রবাস মেলা। সম্প্রতি গুলশানে এক অনুষ্ঠানের ফাঁকে গুণী এই শিল্পীর হাতে পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।
হাসান আবিদুর রেজা জুয়েল একই সাথে একজন সঙ্গীতশিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা। তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও জড়িত। ১৯৭৮ সালে প্রথম মঞ্চে গান করেন তিনি ।
১৯৯২ সালে হাসান আবিদুর রেজা জুয়েল এর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এরপর থেকে দশটিরও বেশি অ্যালবাম বেরিয়েছে তার। ‘এক বিকেলে’ অ্যালবামটি সবচেয়ে শ্রোতাপ্রিয় হয়েছে।
এছাড়া ‘কষ্ট হয় মনে আসলেই’, ‘চোখ জোড়া’, ‘ আমাকে কাঁদতে দাও’, ‘চোখের জল ঢেলে এঁকেছি নদী’, ‘ তুমি গেছো চলে’, ‘ দিন কেটে যায়’, ‘ দূরে কোনো গির্জার মৃদু ঘণ্টা’, ‘মনে পড়ে রুবি রায়’ এর মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী।