প্রবাস মেলা ডেস্ক: ৭ ডিসেম্বর ২০২০, সোমবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ জুবায়দা নাজনীন চৌধুরী।
মুন্সিগঞ্জের কৃতি সন্তান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক জুবায়দা নাজনীন চৌধুরীকে রাজনীতির মাঠে খুব সরব উপস্থিতি দেখা যায়।
জুবায়দা নাজনীন চৌধুরী নাজ এন্টারপ্রাইজ (Najjj Enterprize) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকাস্থ ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সদস্য। এছাড়াও তিনি মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির আজীবন সদস্য, মুন্সিগঞ্জ বিক্রমপুর কল্যাণ ফাউন্ডেশন এর সহকারী মহিলা ব্যবস্থাপক সহ নানান সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। করোনা মহামারীর চলমান সংকটময় সময়ে তিনি আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
প্রবাস মেলায় আলাপচারিতায় তিনি জানান, রাজনীতির মাধ্যমেই জনগণের সেবা করা সম্ভব। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের জন্য কিছু করতে চান।
পরে প্রবাস মেলা’র নির্বাহী সম্পাদক শহীদ রাজু জুবায়দা নাজনীন চৌধুরী’র হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।