প্রবাস মেলা ডেস্ক: এখন পর্যন্ত বিশ্বের ১২৫ টি দেশে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশি মেয়ে নাজমুন নাহার। ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার তিনি এসেছিলেন পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে।
বর্তমানে সুইডেন প্রবাসী নাজমুন নাহার ছোটবেলায় স্বপ্ন দেখতেন পৃথিবীর সবগুলো রাষ্ট্র ঘুরে বেড়াবেন। পাখি যখন আকাশে উড়তো তখন তিনি ভাবতেন আমিও যদি পাখিদের মত সীমানাহীন উড়তে পারতাম! সেই ছোটবেলার স্বপ্নগুলো আজ তিনি বাস্তবে করে যাচ্ছেন। বিশ্বের ১২৫ টি দেশে তিনি ভ্রমণ করে বাংলাদেশকে পৃথিবীর বুকে অন্যভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। তিনি প্রমাণ করে যাচ্ছেন বাংলাদেশিরাও অনেক কিছু পারে।

সম্প্রতি তিনি পশ্চিম অফ্রিকার ১৫ টি দেশে ভ্রমণ করেছেন। তার অধিকাংশ ভ্রমণই সড়ক পথে হয়ে থাকে। সাধারণ মানুষের জীবন-যাপন, প্রকৃতির সৌন্দর্য এবং খরচ কমানোর জন্যই তিনি এমনটি করে থাকেন।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে নাজমুন নাহার তার বিশ্বভ্রমণে কিভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, ভ্রমণের নানান এ্যাডভেঞ্চার কাহিনী, ভবিষ্যত পরিকল্পনা প্রভৃতি শেয়ার করেন।
এসময় অন্যান্যের মধ্যে আপন পরিবার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: জাহেদ মাকসুদও উপস্থিত ছিলেন। পরে প্রবাস মেলা’র কলাকুশীলরা অতিথিদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।