প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা অফিস পরিদর্শন করেছেন সুইডেন প্রবাসী মোনা চৌধুরী।
বুধবার সন্ধ্যায় পত্রিকার কলাকুশলীদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী আহসান উদ্দিন টুটুলও উপস্থিত ছিলেন।
মোনা চৌধুরী সুইডেনের স্টকহোমে গত ১৫ বছর যাবত পরিবারসহ বসবাস করছেন। বিশ্বের অন্যতম উন্নত ও শান্তিপূর্ণ দেশে থাকলেও প্রায় প্রতিবছর তিনি শেকড়ের টানে দেশে আসেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মায়া আমাকে খুব টানে। সেজন্য বছর পেরোতেই আমি চলে আসি প্রিয় মাতৃভূমিতে।’
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকার কথা জানিয়ে মোনা চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক স্বার্থে প্রবাসে দক্ষ লোক পাঠানোর বিষয়ে সংশ্লিষ্টদের আরও মনযোগ দেয়া উচিত।
করোনা পরিস্থিতিতে দেশে আটকে পড়া প্রবাসীদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশের সাথে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবি জানান এই প্রবাসী।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখায় প্রবাস মেলার কলাকুশলীদের ধন্যবাদ জানান মোনা চৌধুরী ও তার স্বামী।
শেষে প্রবাস মেলার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু দুই প্রবাসীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।