ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের নিয়ে দেশের প্রথম এবং একমাত্র পত্রিকা প্রবাস মেলা কার্যালয়ে হয়ে গেল সাংবাদিকদের সান্ধ্য আড্ডা। এতে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ সালাম শান্ত, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের উপস্থাপিকা কবি আফরোজা কনা, বাংলাদেশ প্রতিবেদন এর চীফ নিউজ রিপোর্টার সাইফুল শুভ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মহুয়া মৌ, তরুণ সাংবাদিক তকিউদ্দিন আকরাম ও আবদুল কাদের। প্রাণবন্ত এ আড্ডার হোস্ট ছিলেন প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ।
আড্ডা শেষে সাংবাদিকদের হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেওয়া হয়।