প্রবাস মেলা ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ১৯টি ভাষায় গান গাওয়ার গৌরব অর্জন করেছেন সংগীতশিল্পী কাজী কল্পনা। বর্তমানে তিনি লন্ডনের সাউদেন্ড অন সী-তে পরিবার নিয়ে বসবাস করছেন। সম্প্রতি এক সন্ধায় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবাস মেলা অফিস পরিদর্শন করেছেন। প্রবাস মেলার কলাকুশলীদের সঙ্গে আড্ডায় তার সঙ্গীত জীবনের নানা বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে কাজী কল্পনার হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
জন্ম ও বেড়ে উঠা

কাজী কল্পনার পৈত্রিক নিবাস ঢাকার দোহারে। তবে জন্ম চট্টগ্রাম। তার বাবা মরহুম কাজী আহাদুজ্জামান ছিলেন রেলওয়ের অ্যাকাউন্টস অফিসার। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম থাকতেন। সেখানেই কাজী কল্পনার জন্ম। জন্মের চার বছরের মধ্যে তার বাবার সঙ্গে আবার ঢাকায় ফিরে আসেন। কাজী কল্পনা ইডেন মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিক্যাল গার্ডেন (উদ্ভিদ বিদ্যা) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

গানে যেভাবে আসলেন
ছোটবেলা থেকেই কাজী কল্পনার গানের প্রতি আলাদা একটা টান ছিল। তিনি প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার পর একই বছর বুলবুল ললিতাকলা একাডেমি মতিঝিল শাখা থেকে নজরুল গীতি এবং ক্ল্যাসিক্যাল গানে শিক্ষা নিতেন। তৃতীয় শ্রেণিতে ক্লাসে প্রথম হওয়ার পর কাজী কল্পনার বাবা একটি হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। সেসময় ওস্তাদ মো. ফজলুল হক বাড়িতে এসে তাকে গান শিখাতেন। এছাড়া তিনি এম এ মান্নান, রওশন আরা মোস্তাফিজ, সোহরাব হোসেন, ইয়াকুব আলীসহ আরও অনেকের কাছ থেকে গানের তালিম নিয়েছেন।
এইচএসসিতে পড়া অবস্থায় বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী হামদ-নাত প্রতিযোগিতায় তিনি সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে এনলিস্টেড হন।

প্রথম অডিও ক্যাসেট
কাজী কল্পনা জানান, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একটা ক্যাসেট বের করতে পারেননি। তবে এরপর সেলিম চৌধুরীর একটি গানের প্রতিযোগিতায় বিজ্ঞাপনে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তারপর তার প্রথম মিশ্র অডিও অ্যালবাম বের হয়। যেটির নাম ছিল ‘হৃদয় জুড়ে আছো তুমি’।
পরে ‘মন আমার’ প্রেমের ভাব’ নামে দুটি একক অ্যালবাম বের করেন কাজী কল্পনা। এছাড়া ‘অন্তরে জ্বালা’ নামে একটি একক মিউজিক ভিডিও বের করেন তিনি। এগুলো দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়।
প্রবাসে পাড়ি

বিবাহের সূত্রে কাজী কল্পনা ২০০০ সালে ইতালিতে পাড়ি জমান। তার আগে থেকেই তার স্বামী কাজী লুৎফুর রহমান ইতালির রোমে থাকতেন। বিদেশ বিভূঁইয়ে গেলেও কাজী কল্পনা গানের জগত থেকে পিছু হটেননি।
পরিবারসহ লন্ডনে পাড়ি
ইতালিতে পরিবারসহ কাজী কল্পনার সময় ভালোই কাটছিল। তার স্বামীও ব্যবসায় মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু দুই ছেলের পড়াশোনার কথা চিন্তা করে তারা ২০১৩ সালে লন্ডনে স্যাটেল্ড হওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশটিতে পাড়ি জমান।