প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি এক সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে বেড়াতে আসেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি কবি ও সংগীতশিল্পী সুফি আসমার আলী। তার সঙ্গে প্রবাস মেলা’র মিডিয়াকর্মীরা চা-চক্রে অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানান গল্প শোনেন। এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, সুফি আসমার আলীর জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশের রাজশাহী জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এরপর ১৯৮১ সালের দিকে যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তারপর তিনি ১৯৮৬ সালে আমি ডেপুটি ডাইরেক্টর হিসাবে প্রমোশন পেয়েছিলেন।
১৯৯০ সালের দিকে তিনি পরিবার নিয়ে হংকং চলে যান। সেখানে সুফি আসমার আলী বিভিন্ন চাকরি ও ব্যবসা বাণিজ্য করেন। ২০২০ সালে চাকরি থেকে অবসর নেন।
হংকংয়ের পরিস্থিতি বিবেচনায় সুফি আসমার ২০২২ সালে সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। এখন তিনি লন্ডন সিটিতে বসবাস করছেন। প্রবাস জীবনে লেখালেখির পাশাপাশি সুফি আসমার আলী সংগীত চর্চায় জড়িত রয়েছেন। এরইমধ্যে তার চারটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘প্রতিক্ষার বিষণ্ণ প্রহর’, ‘প্রেত: প্রেম ও প্রতিশোধ’, ‘বিষাদে বিভাসে’ ও ‘অবলোকন’। বইগুলোর মধ্যে ২টি কবিতার বই ও ২টি গল্পের বই রয়েছে।
বইগুলো সদ্যসমাপ্ত একুশে বইমেলায় ব্যাপক পাঠক সমাদৃত হয়েছে। এখন রকমারি ডটকমেও বইগুলো পাওয়া যাচ্ছে।
সুফি আসমারের “তা তা থৈ থৈ” নামের একটা অ্যালবাম ‘হিন্দুস্তান রেকর্ডস’, কোলকাতা থেকে প্রকাশিত হয়েছে।
অনেক বছর ধরেই সংগীত চর্চা চালিয়ে যাচ্ছেন সুফি আসমার আলী। লেজার ভিশন থেকে তার তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তারমধ্যে একটি ডুয়েট। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে দুটি অ্যালবাম প্রকাশিত হয়েছে সুফি আসমার আলীর।
এছাড়া কবিতার পাশাপাশি তার দু’টো ছোট গল্পের বইও প্রকাশিত হয়েছে। তার নির্মিত দুটো শর্ট ফিল্ম ইউটিউবে অভিলভ্য।