প্রবাস মেলা ডেস্ক: ২০ এপ্রিল ২০১৯ শনিবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের অরেগান অঙ্গরাজ্য প্রবাসী বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মাসুদুর খান এবং মডেল ও ব্যবসায়ী শাহেদ এজাজ আহমেদ রাজন।
জনাব মাসুদুর খান দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রথম দিকে তিনি টয়োটা কোম্পানিতে চাকরি করলেও পরে কয়েকজন বন্ধু মিলে মিশিগান অঙ্গরাজ্যে হোটেল ব্যবসা শুরু করেন। এরপর ২০০৯ সালের দিকে স্ত্রী ড. তাসলিমা সুলতানা’র চাকরি সুবাদে মাসুদ অরেগান রাজ্যের পোর্টল্যান্ডে চলে যান। সেখানে আবার শুরু করেন হোটেল ব্যবসা। বর্তমানে তিনি পোর্টল্যান্ডে ১২ টি হোটেলের মালিক ও অংশীদার।
বুয়েট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবেক ছাত্র মাসুদ ২০১৯ সালের শুরুর দিকে বাংলাদেশেও ব্যবসা শুরু করেছেন। গুলশানস্থ হোটেল ট্রপিক্যাল ডেইজি এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন তিনি। দেশে বিনিয়োগের নিরাপত্তা পেলে ভবিষ্যতে ব্যবসা এর ক্ষেত্র আরও বৃদ্ধি করবেন বলে আলাপচারিতায় জানান।
অপরদিকে বুয়েট এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবেক শিক্ষার্থী শাহেদ এজাজ আহমেদ রাজন একজন প্রতিশ্রুতিশীল মডেল ও ব্যবসায়ী। তিনি গুলশানস্থ হোটেল ট্রপিক্যাল ডেইজি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন।
পরে প্রবাস মেলা কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা শেষে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।