প্রবাস মেলা ডেস্ক: ২৯ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রবাসী ফিরোজ আহমেদ কল্লোল। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে আড্ডায়-আলোচনায় অংশ নিয়ে তার প্রবাস জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, ফিরোজ আহমেদ কল্লোল একজন স্মৃতিকাতর মানুষ। তার সাথে আলোচনায় জানা যায়, তিনি বিদেশে থাকলেও মাতৃভূমি বাংলাদেশ নিয়ে তার ভাবনার শেষ নেই। তাই সুযোগ পেলে দেশে আসেন এবং তার শৈশব-কৈশোর জীবনের ফেলে আসা দিনগুলোর স্মৃতি খুঁজে বেড়ান। তিনি ১৯৯০ সালে ইমিগ্রেশন ভিসায় যুক্তরাষ্ট্র যান। তার দীর্ঘ ৩০ বছরের প্রবাস জীবনে তিনি লিমুজিন ব্যবসার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মিডিয়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, ইউএসএ’র সহ-সভাপতি, বাংলাদেশ কমিউনিটি অব লং আইল্যান্ড এর সহ-সভাপতি, বাংলাদেশ অ্যামেরিকান প্রেস সার্ভিস নিউজ এজেন্সির বিশেষ সংবাদদাতা হিসেবে নিয়োজিত আছেন। বরিশাল বি.এম কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী ফিরোজ আহমেদ কল্লোল যুক্তরাষ্ট্র যাওয়ার আগে চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত ছিলেন। চলচ্চিত্র পরিচালক নুরুল হক বাচ্চুর পরিচালনায় সাড়া জাগানো চলচ্চিত্র ‘আপোষ’, জাকারিয়া হাবিবের পরিচালনায় ‘জামানা’ সহ বেশ কয়েকটি ছবিতে তিনি সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন।