প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ম্যাগাজিন পাক্ষিক প্রবাস মেলা অফিস ভিজিট করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল অভিনেত্রী অনিন্দিতা অনি। সম্প্রতি এক সন্ধ্যায় হাতিরপুলস্থ নাহার প্লাজায় প্রবাস মেলা কার্যালয়ে অভিনয় জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন এই অভিনয়শিল্পী।
অভিনয়ে আসার শুরুর গল্প জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি তরুণ সংস্কৃতিকর্মী। সংস্কৃতিকর্মী ও সোশ্যাল ওয়ার্কার হিসেবে অনেকেই আমাকে চেনে। সংস্কৃতি অঙ্গণে ছোটবেলা থেকেই আমার পথচলা। আমার কাজের শুরু আবৃত্তির মাধ্যমে হলেও ২০১৬ তে প্রথম একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যামেরার সামনে আসি আমি। তারপর লম্বা সময় বিরতি নেই। ২০২২-এ আবার বিজ্ঞাপন দিয়ে ক্যামেরার সামনে আসি। ২০১৮-তে যুক্ত হই বাচিক সংগঠন কণ্ঠশীলনের সঙ্গে। সেখান থেকে অভিনয়ের কর্মশালাতেও অংশগ্রহণ করেছিলাম।
উল্লেখ্য, সম্প্রতি রাকায়েত রাব্বি পরিচালিত ওটিটি প্লাটফর্ম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উধাও’ মুক্তি পেলে দর্শকমহলে তা ব্যাপক প্রশংসিত হয়। এটি তার প্রথম সিনেমা হলেও আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে দুইটি সিনেমা ওপার বাংলার।
শেষে এক ফাঁকে পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ এই মডেল-অভিনয় শিল্পীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।