প্রবাস মেলা ডেস্ক: ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার বিকেলে প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো: আব্দুর রশিদ।
রবিন ব্রাদার্স (Robin Brothers) এর প্রোপাইটর মো: আব্দুর রশিদ একজন সফল ব্যবসায়ী।
প্রবাস মেলা অফিসে পত্রিকার কলাকুশীলদের সাথে মো: আব্দুর রশিদ বিভিন্ন দেশে তার ব্যবসায়ীক এবংব্যক্তিগত সফরে প্রবাসীদের দেশপ্রেম এবং তাদের পরিশ্রম নিজ চোখে দেখার অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বলেন, আমি প্রায়ই নানা প্রয়োজনে বিভিন্ন দেশে সফর করি। সেখানে প্রবাসীদের যে দেশপ্রেম এবং হাঁড়ভাঙ্গা পরিশ্রম দেখেছি সে তুলনায় আমরা তাদের যথাযথ মূল্যায়ণ করছি না। তাদের পাঠানো রেমিটেন্সেই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। তাই প্রবাসীদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তার বিষয়টি সরকার সহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবী মো: রফিকও উপস্থিত ছিলেন।
পরে অতিথিদের হাতে প্রবাস মেলা’র চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু এবং ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ রাবেয়া খাতুন বিথী পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।